সময়তরণী

অরুণাচল


কখন ছাড়বে কিছু জানা গেল?
সে আমাদের সময়তরণী
কী কথা, খবরই করো নি!
এতক্ষণ হয়ে গেল...
কারা সহযাত্রী হবে?
সন্ধান নাও আশেপাশে
সবে তো সকাল ছ’টা
এরই মাঝে ভানুচ্ছটা গেছে মধ্যাকাশে!
মহাকাশ বিকিরণে হয়তো বা পুড়ে যাবে পিঠ।
তুমিই তো চেয়েছিলে
খোলামেলা জানালার সিট।
অনেকদূরের পথ
তৃষ্ণা পাবে, সাথে জল নিও।
আর শোনো, যা যা খুব প্রিয়
সে’রকম স্বাদু স্মৃতিকণা, দু’একটা নিতে পারো।
আর,
কিছুটি নেবেনা সাথে;
এ’রকমই নিয়ম যাবার।
যাবতীয় আপ্তবাক্য লেখা আছে নিয়মাবলীতে
কোনও ভুল ঘটিয়ো না ...
আগ্রহ রেখো শিখে নিতে।
সামনে নতুন দিন
পথশেষে যে উপনিবেশ
সেখানে যা করণীয়, যাত্রাপথে শিখে যাবে বেশ।
আরও বলি শোনো,
যাত্রাশুরুর আগে ... মনে করে ... চেক কোরো ফুয়েল মিটার
জেনে নেওয়া খুব দরকার
সে কথা জেনেছো কিনা,
জানলেও জানো কতখানি
আসল কথাটা হলো এ’সফরে তুমিই জ্বালানি!



*******
লেখকের সম্পর্কে জানতে এই পাতায় আসুন

Leave a Reply